অফিস ডেস্ক
মেডিকেল শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে ছিলাম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভা শুরুর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শুনেছেন তারেক রহমান। তরুণদের উদ্দেশে নিজেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।
এই কার্ডের সুবিধা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এর মাধ্যমে মাসিকভিত্তিক দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী।
তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে। বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা এরই মধ্যে ধানের শীষ প্রতীকের প্রচারণায় বক্তব্য দিয়েছেন।
এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একে একে মাঠে প্রবেশ করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে।