সারাদেশ

সুইজারল্যান্ডে থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় ৪০ জনের মৃত্যু

অফিস ডেস্ক
আপডেট: ১২:১২, ০২ জানুয়ারি ২০২৬
photo

নববর্ষ উদ্‌যাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে সুইজারল্যান্ডের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রানস-মন্টানা এলাকায়। আহত হয়েছেন শতাধিক মানুষ, এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একটি স্কি রিসোর্টের পানশালায় বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পানশালার ভেতরে মোমবাতি বা আতশবাজি জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়তে পারে। কেউ কেউ বলেন, আতশবাজি থেকে ছাদে আগুন ধরে যায় এবং খুব দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।


স্থানীয় পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পানশালাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন লাগার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরকার এটিকে দুর্ঘটনা বলে জানিয়েছে।


ঘটনার পর এলাকাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। বহু অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গায় পারমেলিন। তিনি বলেন, নববর্ষের আনন্দের মুহূর্ত ভয়াবহ শোকে পরিণত হয়েছে। ইতালি ও জার্মানিসহ বিভিন্ন দেশও সমবেদনা জানিয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় কোনো হামলার আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে।