ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি টিম উপজেলার সাপমারা ইউপির কাটা মোড় নামক স্থানে মোঃ জাহিদুল ইসলামের নিজ মালিকানাধীন পরিত্যক্ত ভাতের হোটেলের ভিতর থেকে ০৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।
জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তফা জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।