পলাশবাড়ীতে ব্র্যাকের আয়োজনে ‘স্বপ্ন সারথীর’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ১৩ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:১৬

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ পার করেছি আটোরো, পেরিয়ে যাব পাহাড়ও এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে গ্র্যাজুয়েশন অর্জনকারী শিক্ষার্থীদের সোনালি ভবিষ্যত গড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

১৩ অক্টোবর সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা হল রুমে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
 

ব্র্যাক অফিসার রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী সহকারী কমিশনার (ভুমি) আল ইয়াছার রহমান তাপাদার বলেন, ‘স্বপ্ন সারথীর’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আমরা যখন গ্র্যাজুয়েট হওয়ার আনন্দে অনুষ্ঠান করছি তখন দেশের হাজার হাজার কিশোরী বাল্যবিয়ের শিকার হচ্ছে। 

 

নির্যাতনের ষিকার হচ্ছে। সন্তান জন্ম দিদে গিয়ে মারা যাচ্ছে। বিয়ের বোঝা বইরত না পেরে আম্বহত্যাও  করছে। এমন পরিস্থিতিতে ১৮ পার হওয়া এক বিশাল অর্জন।
 

উক্ত মসয় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলেনুর,সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল ও পাপুল সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তিতে প্রধান অতিথি স্বপ্ন সারথীর সকল সদস্যদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেন, যা তাদের অর্জন ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গণ্য করা হয়।