বগুড়ায় বৌ বাজারে জামায়াত প্রার্থী সোহেলের নির্বাচনী গণসংযোগ

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টবার ২০২৫, সময়ঃ ১২:৪১

বগুড়া জেলা প্রতিনিধি:-অবিলম্বে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে বগুড়া সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের ৬ নং ওয়ার্ডের বৌ বাজারে গণসংযোগ করেন।

 

এ সময় তার সাথে ছিলেন শহর জামায়াতের আইন সম্পাদক এ্যাভোকেট শাহীন মিয়া, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, ৬ নং ওর্য়াড সভাপতি হানজালা রহমান, সেক্রেটারী দেলোয়ার হোসেন, ২০ মাস্টার শামসুজ্জামান, নং ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, আবু তালিব, আবু জাফর, মাওলানা তৌহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।

 

গণ সংযোগ শেষে বৌবাজারে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ ৫ দফা দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
 

জুলাই সনদকে যদি সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয়, তবে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ আবারও মাথাচাঁড়া দিয়ে উঠবে। তাই অবিলম্বে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। শহর আমীর এর আগে সকালে বগুড়া শহর শাখার উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষনের জন্য মাস্টার টেইনার প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন।

 

শহর অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা হেদায়তুল ইসলাম, এ্যাভোকেট শাহীন মিয়া, সেলিম রেজা প্রমুখ। 

 

সভায় নির্বাচনী এলাকার ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারীরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকায় সকল কেন্দ্র কমিটি গঠন করায় সবাইকে ধন্যবাদ জানান।