২২ জানুয়ারি সিলেট থেকে তারেক রহমানের প্রচারণা শুরু

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০২:২২

আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেট সফরের মাধ্যমে শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা এমন তথ্য জানিয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

 

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রণীত যে তফসিল ঘোষণা করা হয়েছে, তার আলোকে আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আজ রাতে ৮টা ১৫ মিনিটে তারেক রহমান বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন।


গভীর রাতে হযরত শাহজালাল (রঃ)- এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন চেয়ারম্যানের এই উপদেষ্টা।


এ সময় তিনি জানান, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ তরুণ নেতারা।

 

মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের মূল্যায়ন করা হবে।

 

এর আগে বিএনপির চেয়ারম্যান শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নিজের নানির কবর জিয়ারতসহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠানে যেতে চাইলেও, এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে তিনি সফরগুলো বাতিল করেছিলেন বলে জানান মাহদী আমিন।

 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন এ যেন সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে, প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে।

 

মাহদী আমিন আরও বলেন, সব রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে।


আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।


এ সময় তিনি আরও বলেন, বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড সংগ্রহ ও বিকাশ নাম্বার নেওয়া অনাকাঙ্ক্ষিত। এই নেতিবাচক কর্মকাণ্ড থেকে যেন সবাই সরে আসে।

তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে বিএনপি নির্বাচন এ জয়লাভ করবে। গতকালের ঘটনার সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং নির্বাচনী বিধিমালা যেন মেনে চলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে প্রবাসের পোস্টাল ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি হতো না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড যাতে দেশে থাকে সেই আহ্বান জানান তিনি।


নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের গণভোটের বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

এই সফরে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারের রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন বলে জানান নির্বাচন পরিচালনা কমটির এই মুখপাত্র।