এক মাস আগে থেকেই ভোট চুরি শুরু হয়েছে : ছাত্রদল নেতা আবিদ

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:৪০

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক মাস আগেই ভোট চুরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতা আবিদ। তিনি বলেন, প্রশাসনের একটি অংশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।

 

শনিবার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবিদ বলেন, “নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এক মাস আগে থেকেই ভোট চুরির নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো, মামলা ও হয়রানির মাধ্যমে মাঠ ফাঁকা করার চেষ্টা চলছে।”

 

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র বিপন্ন হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

 

এ সময় তিনি দাবি করেন, যদি অবিলম্বে এসব অনিয়ম বন্ধ না করা হয়, তাহলে ছাত্রদল রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।