ফাঁকা ৩২ আসনে যাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:১১

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

রবিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

 

তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।


বিষয়টি এরইমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।


এতে আরো বলা হয়েছে, ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না, সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।

 

জামায়াত-এনসিপিসহ নির্বাচনী ১১ দলীয় জোটের থাকার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের।


তবে তারা এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। যদিও জামায়াতের পক্ষ থেকে গতকাল শনিবারও জানানো হয়েছে, আলোচনার দরজা এখনও খোলা।


জোট থেকে বের হয়েছে ২৬৮ আসনে এককভবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২ আসনে তাদের দলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি।