সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:১০

বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ, সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজার থেকেই নির্বাচনি প্রচার শুরু করা। পুরোনো সেই রেওয়াজের দিকেই হাঁটছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। 

 

আগামী ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন।

 

সোমবার (১২ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, “পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

 

২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রহ.) এবং হয়রত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।”

 

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচনি প্রচার সিলেট থেকে শুরু করে দলটির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

 

এদিকে, তারেক রহমানের সিলেটে আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। সেখানে তিনি দলীয় জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।