আমাদের ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এটা দেশকে অপমান: মির্জা ফখরুল

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৩:১৮

বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে দেশীয় খেলোয়াড় ও দেশের প্রতি অপমান হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে সমগ্র বাংলাদেশকে অপমান করা।

 

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত এবং দেশের সম্মানও জড়িত রয়েছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা আমরা দেশের অপমান হিসেবেই দেখি।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো নিয়েও দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে।

 

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানাবে। আইসিসি এই বিষয়ে আজ বা আগামীকাল জবাব দেওয়ার কথা রয়েছে।