হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:৪৮

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দলটির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

 

এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন তিনি।মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেটে গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।