প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:২৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (০৭ জানুয়ারি) দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি ফুল কমিশনের সঙ্গে বৈঠক করবে। বৈঠকটি বিকেল তিনটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।