বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানালেন পরিবারের ‌সদস্যরা

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০৮:৩৩

লাখো লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে।

 

দাফন প্রক্রিয়া চলার সময় অন্যান্যের মধ্যে বেগম খালেদা জিয়ার ছোটভাইয়ের স্ত্রী ইসলামিক টিভির চেয়ারম্যান নাসরিন সাঈদ, ভাইয়ের দুই ছেলে ইসলামিক টিভির ম্যানেজিং ডিরেক্টর শামস এস্কান্দার ও পরিচালক শাফিন এস্কান্দার উপস্থিত ছিলেন।  

 

এরআগে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।