সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপন শুরু করেছে বিএনপি

অফিস ডেস্ক

প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০১:২৮

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপন এবং ব্যানার ফেস্টুন সরিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। 


শনিবার সকালে নেতৃবৃন্দ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

 

এ সময় তিনি বলেন কোন প্রোপাগান্ডায় বিএনপিকে রুখে দেয়া যাবে না, সকল ভালো কার্যক্রমের সাথে তারা আছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভোটের মাঠে জনগণই জবাব দেবে বলেও মন্তব্য করেন আমিনুল হক।

 

এ সময় ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম-আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন।