প্রতিবেদন প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০৫:১৬
রাজশাহী ১৫ ডিসেম্বর ২০২৫:
রাজশাহী সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ১২ টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি'র সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
পরে এক প্রতিক্রিয়ায় মাহফুজুর রহমান রিটন বলেন, এই নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচনের কমিশনার প্রতি আহ্বান জানান, সভাপতি তার প্রতিক্রিয়ায় বলেন আসন্ন এ নির্বাচন শান্তি কেউ ষড়যন্ত্র করলে অংকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে বলেও জানান বিএনপির এই নেতা।