প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ১১:৩৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। নতুন করে তার শারীরিক অবনতি ঘটছে না বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত এক চিকিৎসক জানান, “খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। এটিই চিকিৎসকদের কাছে ইতিবাচক দিক।”
তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও সেটিকে ‘কাঙ্ক্ষিত পর্যায়’ বলা যায় না। মূলত বয়সজনিত জটিলতাকে চিকিৎসকরা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার ভাষায়—
“এই বয়সে সব ধরনের চিকিৎসা একসঙ্গে করতে গেলেও ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে সাম্প্রতিক দফায় ম্যাডামের চেস্ট ইনফেকশনই তাকে বেশি ভুগিয়েছে। এই সংক্রমণ থেকে সেরে উঠতেই তার শরীরে বেশ ধকল গেছে।” বিদেশে নেওয়ার পরিকল্পনা আপাতত নেই
চিকিৎসক আরও জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে বর্তমানে কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “এই মুহূর্তে মেডিকেল বোর্ডের বিদেশ নেওয়ার কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।”
বিগত কয়েক মাস ধরে অনিয়মিত শ্বাসকষ্ট, লিভার রোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তার অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।